
(কেন্দুয়া,নেত্রকোনা)
বুধবার (২৫ জুন) কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
ইউএনও তাঁর বক্তব্যে বলেন, “আমাদের চারপাশের পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে প্লাস্টিক দূষণ এখন বিশ্বব্যাপী একটি ভয়াবহ সমস্যা। এই দূষণ শুধু প্রকৃতি নয়, মানুষ ও জীবজগতের জন্যও বিপর্যয় ডেকে আনছে।”
তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। গাছ লাগানো, প্লাস্টিক বর্জন, সঠিকভাবে ময়লা ফেলা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরি—এসব ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। পরিবেশকে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক লুৎফুর রহমান ভূঁইয়াসহ আরও অনেকে।
বক্তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের নানা দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।