মোঃ মমিন ইসলাম বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্মমভাবে খুন হওয়া ৯ বছরের শিশু মিনহাজ হোসেন আবিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার বিকেল ৫টায় বড়াইগ্রাম পৌর শহরের বনপাড়া পৌর গেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেন নিহত আবিরের স্বজন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ব্যানারে লেখা ছিল—“শিশু আবির হত্যার বিচার চাই — ফাঁসি চাই!”
মানববন্ধনে বক্তারা বলেন,
মাত্র ৯ বছরের একটি শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এ ঘটনায় একজনকে আটক করা হলেও, মূল হোতাসহ আরও যারা জড়িত রয়েছে, তাদের এখনও ধরা হয়নি। আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।”
আবিরের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন,
আমরা বিশ্বাস করি, শুধু একজন ব্যক্তি একা আবিরকে হত্যা করতে পারেনি। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এমনকি আমাদের পরিবারের কেউ যদি জড়িত থাকে, তাকেও আইনের আওতায় আনতে হবে।”
ঘটনার পর থেকে পুরো এলাকায় শোক আর ক্ষোভের ছায়া নেমে এসেছে।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ‘আবির হত্যার বিচার চাই’—এমন শ্লোগানে মুখরিত হয় গোটা এলাকা।
উল্লেখ্য, সম্প্রতি মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে বড়াইগ্রামের বনপাড়া এলাকায় নির্মাণাধীন একটি মিলে শিশু আবিরকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরপরই একজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো সকল জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ সূত্র।
সম্পাদক - মোঃ মনির হোসেন