তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:
(সুনামগঞ্জ)শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুর হোসেনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঘনিষ্ট হিসেবে পরিচিত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
(মঙ্গলবার) ১ জুলাই সকালে সুনামগঞ্জ জেলা দ্রুত বিচার আদালতে হাজির হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক মু. হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে নুর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গেল বছরের ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান,গ্রেপ্তারকৃত নুর হোসেনসহ ৯৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন আন্দোলনে আহত দোয়ারাবাজার উপজেলার জহুরের ভাই হাফিজ আহমেদ।এ মামলায় ৫০ নম্বর আসামি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন।মামলা দায়েরের পর আত্মগোপন করেন,এই আলোচিত নেতা।
সম্পাদক - মোঃ মনির হোসেন