ইকবাল ভূইয়া
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার আটপাড়ায় লাঙ্গলিয়া খাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে ব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান সান্জু।
সমিতির কার্য্যালয়ে ২৯শে জুন রবিবার সকাল ১১ঘটিকায় প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে সভাপতি পদে ৬জন প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়ন প্রত্যাহার করায় বেসরকারি ভাবে রাকিবুল হাসান সান্জু কে সভাপতি হিসেবে ঘোষণা করা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো হাকিম মাষ্টার।
গত১৬ইজুন তফসিল ঘোষনা করা হয়।১৩ ও ১৪ই জুন মনোনয়ন ক্রয় এবং ২৬শে জুন প্রত্যাহারের শেষ তারিখ ছিল। এ সময় উপস্থিত ছিলেন , সমিতির আহবায়ক মো সাজিদুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো আব্দুল হাকিম মাষ্টার, সদস্য খবিবুর রহমান, দেলোয়ার হোসেন মিটন,ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি আব্দুল মোতালি সুলতু,উপজেলা ছাত্রদলের সভাপতি টিটু ভূইয়া, সমিতির সদস্যবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আগামী ৭ই জুলাই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক - মোঃ মনির হোসেন