স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার সদর উপজেলা ১০ নং রৌহা ইউনিয়নের
মোবারক পুর গ্রামের হামলার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়, এতে জনমনে প্রশ্ন জাগে আইন শৃঙ্খলার আবনতি হয়েছে বলে, মত প্রকাশ করে জনগন,এবং বিভিন্ন কমেন্ট এর মাধ্যমে সাধারন জনগন খুবপ্রকাশ করে, দ্রুত বিচার চায়। ফিল্মি স্টাইলে গত ১০ /৭/২৩ ইং তারিখে দুপুর ২ টা থেকে ৩টার মধ্যে নেএকোনা সদর উপজেলায়, ১০নং রৌহা ইউনিয়ন, মোবারক পুর গ্রামে। সন্ত্রাসী হামলা চসলায় একই এলাকার প্রতিবেশী, শাহিন মন্ডল, বাবুল মন্ডল, সিদ্দিক মন্ডল, রশিদ মন্ডল, এমদাদ মন্ডল,জনি মন্ডল শাহিনের মা,বোন, ভিকটিমের বাবা কাছে তারা মামলার খরচ বাবদ নগদ পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে, বলে জানান তারা, এবং মামলা উঠানোর হুমকি দেয়, ও ঘরের দরজা ভেঙে জিনিসপত্র ভাঙচুর করে । টাকা দিতে অস্বীকার করলে ঐ বাড়ির জামাতার মোটর সাইকেল ছিনাইয়া নিয়া যায়, যা এই বিডিওতে আছ। তারা এই সন্ত্রাসীদের কি বিচার দাবী করেন কমেন্টে বলেন। এমন স্ট্যাটাস দেন mahamuda akter নামের আইডি হতে। এ ভিডিও দেখে ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে দেখা যায়, ভিকটিমের বাড়ি গবাদি পশু গৃহবন্দি অবস্থায় আছে, ওই বাড়ির মালিক ওই সন্ত্রাসী বাহিনীর ভয়ে বাড়ি ছাড়া । এ বিষয়ে ভিডিও চিত্রে ধারণকৃত বিবাদীদের সঙ্গে কথা বলে, সাক্ষাৎকার চাইলে, তারা সাক্ষাৎকার রাজি হয়নি। তবে গোপন ক্যামেরায় উঠে আসে তাদের সততা,
জানা যায় হাতাহাতির একপর্যায়ে চোখে আঘাত পায় ওই বাড়ির জামাতা,
তবে মাথায় আগাত ছিলনা বলে জানায় তারা তাদের কাছে বলেছে পুলিশ।
তাদের কাছে তার প্রমাণ আছে তারা বলে আমাদের কাছে, পুলিশ ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বলে, জানায় তারা তখন মাথায় আগাত ছিলনা। whatsapp থেকে একটি ছবি দেখায় তারা।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার এস আই (যোবরাজ) এর নিকট জানতে চাইলে তিনি জানান আবস্তা খারাপ দেখে আমি দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে চলে যেতে বলি, মাথায় আঘাত থাকতেও পারে।
ভুক্তভোগী পরিবার বলেন, ঘটনাস্থল থেকে ৯৯৯ এ কল করলে পুলিশকে পুলিশ এক ঘন্টা পড়ে আসে
কিন্তু ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করেনি, পুলিশ
এবং পুলিশ বলে, এই মামলায় কিছু হবে না।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানা ২৫/৩/২০২৩ খ্রি: মামলা রুজু হয়। এ বিষয়ে এলাকার লোকজন ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও আড়ালে এসে এর বিচার দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোক জন বলেন, এরা মার মুখি লুক বটে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঐ বাড়ির ৮ কাঠা জায়গার মাঝে পাঁচ কাটা জায়গা ওরা বুক দখল করছে অবৈধভাবে। পরস্পর আত্মীয় হলেও এদেরকে সব সময় ভয়-ভীতি দেখিয়ে মারধুর করে থাকে। এসব কথা বলছি শুনতে পেলে আমাদেরও বিপদ হবে। তবে আমরা এর বিচার চাই বলে জানান এলাকাবাসী।
মহিউদ্দিন তালুকদার
স্টাফ রিপোর্টারঃ
তারিখ-২৮/০৭/২০২৩
সম্পাদক - মোঃ মনির হোসেন