আশরাফ ইলিয়াস
তাহার পরতে পরতে
ভালোবাসার কফিন বুনতে চাই;
যেখানে লুকিয়ে আছে
আমার ইচ্ছেগুলোর আয়না।।
অবিক্রিত আবেগগুলো কিনতে গিয়ে
হতে চাই দেউলিয়া ;
সব হারিয়ে আশ্রয় নেবো
তাহার স্বপ্ন তাবুর ভেতর।।
মলাটের ধূসর মোড়কে
লিখে গোলাপি উপন্যাস;
বৈকালের চাঁদে নামাবো
এক আকাশ জোছনা।।
নদী তীরের কাশফুলের দেশে
লিখবো দুরন্ত যতো কাব্য;
সেখানে ছড়িয়ে রবে
প্রেমদুপুরে কৈশোরের উপাখ্যান।।
লেখাসত্বঃ আশরাফ ইলিয়াস
১৬/০৬/২৫ইং
সম্পাদক - মোঃ মনির হোসেন