গুরদাসপুর উপজেলা প্রতিনিধি
মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আবারও সরব হলো বাংলাদেশ সেনাবাহিনী। নাটোরের গুরুদাসপুরে রাতের অন্ধকারে চালানো এক গোপন অভিযানে গাঁজাসহ আটক করা হলো চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে।
৪ জুলাই গভীর রাতে (শুক্রবার রাত ১২টার দিকে) গোপন তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল। এ সময় গাঁজাসহ হাতেনাতে আটক করা হয় নূরুন নবী নামের এক মাদক ব্যবসায়ীকে।
নাম: নূরুন নবীপিতা: রুহুন নবীগ্রাম: খামার পাথুরিয়া
অভিযানের সময় তার বাড়ি থেকে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক নূরুন নবীকে আইনানুগ ব্যবস্থার জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
এ বিষয়ে স্থানীয় একাধিক সচেতন নাগরিক জানান, “নূরুন নবী দীর্ঘদিন ধরেই মাদকের কারবারে জড়িত ছিল। সেনাবাহিনীর এই পদক্ষেপে আমরা স্বস্তি পেয়েছি। মাদকমুক্ত সমাজ গড়ার এমন উদ্যোগ অব্যাহত থাকুক।”
সেনাবাহিনীর এই সাহসী অভিযান আবারও প্রমাণ করলো—আইনের হাত লম্বা, অপরাধী যত শক্তিশালীই হোক, শেষ রক্ষা নেই।
সম্পাদক - মোঃ মনির হোসেন