সিংড়া উপজেলা প্রতিনিধি
নাটোরের সিংড়া বাজারে অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে পরিচালিত এ যৌথ অভিযানে সেনাবাহিনীর টহল দল ও সিংড়া উপজেলা মৎস্য দপ্তর বাজার এলাকার তিনটি দোকানে তল্লাশি চালায়। অভিযানে আনুমানিক ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যেগুলো গোপনে মজুত রেখে বিক্রির প্রস্তুতি চলছিল।
উদ্ধারকৃত জালসমূহ তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয় এবং পরে সেনাবাহিনীর উপস্থিতিতে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সেনাবাহিনীর এ অভিযান শুধু অবৈধ জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা নয়, বরং জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জলজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক - মোঃ মনির হোসেন