মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে ফলজ ও ঔষধি গাছ সমৃদ্ধ বৃক্ষ বাগানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিশ্ব প্রিয় মজুমদারকে সাথে নিয়ে নেত্রকোনা জেলা ও উপজেলা ফারিয়ার নেতৃবৃন্দ এই বৃক্ষ বাগান উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ফারিয়ার সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এম মোহতাসিম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিশ্ব প্রিয় মজুমদার, জেলা ফারিয়ার সভাপতি মো. মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক মো. রবিন চৌধুরী, উপদেষ্টা আরিফ রহমান জুয়েল তপছি, কাপাসিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ইকবাল কবির পিয়াস প্রমূখ।
এ সময় পূর্বধলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পক্ষ থেকে দেশের সর্বপ্রথম এই বৃক্ষ বাগানটির উদ্বোধন করা হয়।
ছবি যুক্ত,
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল
নেত্রকোনা,
০৯ জুলাই ২০২৫
ফোন, ০১৭১১০০১৭১৯
সম্পাদক - মোঃ মনির হোসেন