মোঃ মমিন আলী বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিঘইর গ্রামের রওশন আলী শেখকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গত ৮ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় দিঘইর গ্রামে আয়োজিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, গত ১১ জুন সন্ধ্যায় জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার ছেলে সোহেল রানা পটুর নেতৃত্বে একদল সন্ত্রাসী রওশন আলীর ওপর হামলা চালায়। এ সময় আরও অনেকে আহত হন। পরে রওশন আলী গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের এতদিন পরেও একটি আসামিও গ্রেপ্তার হয়নি। প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়ালেও তারা ধরাছোঁয়ার বাইরে।
তারা আরও জানান, আসামিপক্ষ থেকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তারা বলছে, “রওশন আলীকে হত্যা করেছি, তোদেরকেও হত্যা করব।” এতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার
দাবি জানান।
সম্পাদক - মোঃ মনির হোসেন