মোঃ আমিনুল ইসলাম মন্ডল
নেত্রকোনা জেলার পূর্বধলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক সংলাপ পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ নুর উদ্দিন মন্ডল (দুলাল)-এর দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বাদ জোহর পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই মাহফিলে অংশ নেন স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ সাংবাদিক নূর আহমদ খান রতন। তিনি সাংবাদিক দুলালের দ্রুত আরোগ্য লাভ এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
সাংবাদিক মোঃ নুর উদ্দিন মন্ডল দীর্ঘদিন ধরে স্থানীয় সংবাদ সংগ্রহে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি নেত্রকোনা জেলার গণমাধ্যমে একটি পরিচিত এবং সম্মানিত মুখ। বর্তমানে তিনি গলব্লাডারজনিত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে।
তার সুস্থতা কামনায় এই আয়োজন সাংবাদিক সমাজে মানবিক সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। গণমাধ্যমকর্মীরা আশা করছেন, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদে'র মাঝে ফিরবেন এবং জেলার জনগণের কথা তুলে ধরবেন তার লেখনিতে।
সম্পাদক - মোঃ মনির হোসেন