আল আমিন জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নে কৃতি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সমাজসেবকদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ধরঞ্জী ইউনিয়ন পরিষদ হলরুমে ডাঃ বয়েন সরকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, সমাজসেবক এবং শিক্ষকবৃন্দকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান। তিনি কৃতি শিক্ষার্থী, সমাজসেবক ও অসহায় পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং আর্থিক অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:ধরঞ্জী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ গোলাম মর্তুজা,ডাঃ বয়েন সরকারের কনিষ্ঠ পুত্র ও এপিপি অ্যাডভোকেট মোঃ মাফিজুল সরকার,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ: মোঃ আমজাদ হোসেন,মোঃ জয়নুল হোসেন,শ্রী অমল চন্দ্র,মোঃ লাইজুর রহমান
অনুষ্ঠানে বক্তারা ডাঃ বয়েন সরকারের শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং ফাউন্ডেশনের এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং সমাজসেবার চেতনাকে জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উদ্দীপনার পরিবেশ ছড়িয়ে পড়ে। অতিথিরা আশা প্রকাশ করেন, সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
সম্পাদক - মোঃ মনির হোসেন