লালপুর নাটোর প্রতিনিধি
নাটোর জেলার লালপুর উপজেলার দুরদুরিয়া এলাকায় সফলভাবে সম্পন্ন হয়েছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে চালানো এই অভিযানে গ্রেফতার করা হয়েছে দুইজন পলাতক ও চিহ্নিত অপরাধীকে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা সম্প্রতি সংঘটিত একটি গোলাগুলির ঘটনায় সরাসরি জড়িত ছিল। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল।
অভিযান চলাকালে এলাকায় উত্তেজনা ছড়ালেও সেনা ও পুলিশের দৃঢ় অবস্থান এবং পেশাদারিত্বের কারণে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হয়।
গ্রেফতারকৃত দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্র
কাশ করেছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন