(নেত্রকোনা- বারহাট্টা প্রতিনিধি)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ।গত
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে আড়াপাড়া এলাকায় ২১ জনকে পুশ ইন করা হয়। এসময় সীমান্তে বিজিবির একটি দল টহল দেয়ার সময় থেকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি, ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভিবাজার, ব্রাহ্মনবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায়।
নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম জানান, এক সপ্তাহ থেকে ৭ বছরের মধ্যে দিল্লীতে কাজের জন্যে যায় তারা। তাদেরকে দিল্লীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল দিল্লীর নাজিরাবাদ থেকে আসাম নেয়া হয়। পরে তাদেরকে আজ ভোরে বিএসএফ বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে ঠেলে দেয় বাংলাদেশের অভ্যন্তরে।
আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এই ক্যাম্প কমান্ডার।
সম্পাদক - মোঃ মনির হোসেন