লালপুর, নাটোর প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গঠনে সেনাবাহিনীর কঠোর অবস্থান আবারও প্রমাণিত হলো নাটোরের লালপুরে। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই রাতে লালপুর উপজেলার গোলাপপুর ইউনিয়নের শালেশ্বর মধ্যপাড়ায় পরিচালিত হয় একটি সফল মাদকবিরোধী অভিযান।
রাত আনুমানিক ১০টার দিকে সেনাবাহিনীর বিশেষ টহল দলের অভিযানে মোঃ জামশেদ আলী (৭৫) ও তার কন্যা মোছাঃ মরিয়ম (৩৫)-এর বসতবাড়ির আঙিনা থেকে একটি গাঁজার গাছ এবং আনুমানিক ২০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই বাবা-মেয়েকে আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা গাছসহ অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ অভিযান শুধু অপরাধ দমন নয়, জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্থানীয়দের মধ্যে মাদকের বিরুদ্ধে নতুন করে ভয় ও সচেতনতা সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
মাদকমুক্ত আগামীর পথে এটি একটি সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ।
সম্পাদক - মোঃ মনির হোসেন