নাটোর প্রতিনিধ
নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত বিশেষ মৎস্য সুরক্ষা অভিযানে ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
১৭ জুলাই সন্ধ্যায় সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজার ও ডাহিয়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উদ্ধার করা হয় ১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৩০০টি চায়না দুয়ারী জাল।
অভিযুক্তদের মধ্যে ডাহিয়া গ্রামের মোঃ আরদেশ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন। বিয়াশ গ্রামের মোঃ জিন্নদের দোকান থেকেও নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর উপস্থিতিতে উদ্ধারকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রাকৃতিক জলজ সম্পদ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় সেনাবাহিনী ও প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন