তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ প্রতিনিধি:
স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ-এই মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত "মাসব্যাপী"দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৫তম দিন আজ (শুক্রবার)২৫ জুলাই এ উপলক্ষে আজ দুপুর ২টায় পদযাত্রা শুরু হয়েছে।
জুমার নামাজ শেষে সুনামগঞ্জ সদর মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। যা শেষ হবে ট্রাফিক পয়েন্টে এক পথসভা আয়োজনের মাধ্যমে।
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশবাসীকে সাথে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে এই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি।দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার রাতেই হবিগঞ্জ থেকে পদযাত্রাটি সুনামগঞ্জে এসে পৌঁছায়। পথদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্পাদক - মোঃ মনির হোসেন