বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শান্ত মিয়া নেত্রকোনার মদন উপজেলার মদন মাইজপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
(৫ আগস্ট) রোজ শনিবার সকাল ৭টার দিকে মদন মাইজপাড়া গ্রাম এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ৬টার দিকে কিশোর শান্ত মিয়া তার বসতঘর থেকে বিদ্যুৎ-সংযোগ দিয়ে বাড়ির সামনে জলমটর দিয়ে বীজতলা ধানের জমিতে পানি দিতে যায়।
বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর ,বিদ্যুতের তার হাতে থাকা অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়, শান্ত মিয়া, পরবর্তীতে স্বজনেরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়,নিহতের পরিবারকে ময়নাতদন্তের ছাড়া দাফনে ব্যবস্থার জন্য দেওয়া হয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন