নাছিম মৃধা,বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা থেকে এক কিশোরের নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরের নাম তালহা জুবায়ের (সিয়াম)। পরিবার সূত্রে জানা গেছে, তিনি আজ ভোর থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্বজনদের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
তালহার বড় ভাই তাশরীফ আহসান জানান, তার ছোট ভাই ভোর থেকে নিখোঁজ রয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, তালহার ব্যবহৃত মোবাইল ফোন সর্বশেষ কচুয়া থানার গজালিয়া এলাকায় ট্র্যাক হলেও সেখানে গিয়ে তাকে খুঁজছে তবে এখনো পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। বড় ভাই তাশরীফ বলেন—
“আমার ভাইকে খুঁজে না পেয়ে আমরা দারুণ উদ্বিগ্ন। কেউ যদি তার সন্ধান পান, অনুগ্রহ করে ০১৯০৪৮৫২৭৪৪(তাশরীফ) নম্বরে যোগাযোগ করবেন।”
এদিকে পুলিশ জানায়, নিখোঁজ কিশোরের সন্ধানে কাজ চলছে। তবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ করে একজন কিশোরের নিখোঁজ হয়ে যাওয়া এলাকায় আতঙ্ক তৈরি করেছে। তারা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন