আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সম্মেলন হয়।
বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়।
সম্মেলনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রফিকুর ইসলাম রফিক বলেন, খাগড়াছড়ির স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে সংগঠিত থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন ঘিরে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে জেলার নয়টি উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক - মোঃ মনির হোসেন