
শফিউল আলম রানা
মদন উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার- ৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষে প্রার্থী মদন নিজ উপজেলা সংবর্ধনা সিক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল তিন ঘটিকায় উপজেলা পাবলিক হল মাঠে পৌর বিএনপির আয়োজিত অনুষ্ঠানে বাবরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মদন গণসংবর্ধনা অনুষ্ঠানে লুৎফুজ্জামান বাবর বলেন, আমাকে সাড়ে ১৭ বছর কারাবরণ অন্ধকারে জেলখানায় থাকতে হয়েছে। আমার বয়স হয়েছে আর কদিন বাঁচবো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
অনেক নির্যাতন সহ্য করেছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন অনেক জুলুম নির্যাতন হয়েছে আমার উপর।
আমি কখনো ভাবিনি আমার মাতৃভূমি মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে আবার নির্বাচনের প্রার্থী হয়ে ফিরে আসবো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
অনেক মা-বোন আমার জন্য রোজা রেখেছেন নামাজ পড়ে দোয়া করেছেন।
তিনি বলেন, মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুরী উপজেলার যুবসমাজের বেকারত্ব দূর করতে হবে।
মদন উপজেলার প্রতিটি ঘরের সন্তান পড়ালেখা করে সুশিক্ষা শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে।
আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও আমার নেতা তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।
মদন বাসীর উদ্দেশে তিনি বলেন, আমি আগেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আগামী দিনে সুযোগ হলে নেত্রকোনা বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
জেলা বিএনপি নেতা, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদসহ অন্যান্য প্রমুখ।

অনলাইন ডেস্কঃ 



















