ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেত্রকোণায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় মামলা । ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড সন্ত্রাসীরা উল্লাস করে, ইন্টেরিম কী করে’—স্লোগানে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয় সৌদি আরব জেনেভা বিশ্ব সম্মেলনে, সৌদি আরব ডিজিটাল নেতৃত্বের ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি তুলে ধরেছে। ভোলাহাটে পৈতৃক জমি ও রাস্তাঘাট নিয়ে দীর্ঘদিনের বিরোধ: মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ স্থানীয় পরিবারের  গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ মিটার রিডার মুক্তার গ্রেপ্তার সৌদি আরবে পবিত্র কাবা পরিষ্কার এবং ধোয়ার নেতৃত্ব দিলেন মক্কার উপ-আমির। চাঁপাইনবাবগঞ্জে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন  নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে কৃতি শিক্ষার্থী ও সমাজসেবকদের সংবর্ধনা অনুষ্ঠান

মদনে রাজস্ব ফাঁকি ৩ লক্ষ টাকায় জলমহল ইজারা,জানে না উপজেলা প্রশাসন।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
  • ১০২ বার

আঙ্গুর রহমান ভুঁইয়া

মদন (নেএকোনা) প্রতিনিধিঃ

জলমহল নীতিমালা আইন লঙ্ঘন করে, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে, উপজেলা প্রশাসনকে না জানিয়ে, কিছু অসাধু ব্যাক্তি নিজেরাই দিচ্ছে সরকারি জলমহল অবৈধভাবে দখলে নিয়ে নিজেদের মত করে ইজারা।

নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের বারবুড়ি আল হেলালিয়া সরকারি একটি খাল ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

গত ১৬ আগস্ট সরেজমিনে গেলে , স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বারবুড়ি গ্রামের মুসলিম উদ্দিন মিয়ার ছেলে সিরাজুল ইসলাম, গ্রামের কয়েকজন লোকের কাছ থেকে ৩ লক্ষ টাকার বিনিময়ে এক বছরের জন্য সরকারি ৬.৮ কিলোমিটার জলমহল আল হেলালিয়া খালটি ইজারা নিয়েছে মাছ ধরার জন্য, জানায়নি মদন ভূমি অফিস ও উপজেলা প্রশাসনকে।

প্রতিবছর বারবুড়ি গ্রামের পিছনে সরকারি ৬.৮০০ কিলোমিটার আল হেলালিয়া খালটি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অল্প টাকায়, মসজিদের নাম করে ইজারা নেয়, উপজেলা প্রশাসনকে না জানিয়ে।
পরবর্তীতে তারা লোকজন বসিয়ে খোলা মাঠে ডাকের মাধ্যমে বিক্রি করে তারা মৎস্যজীবীদের কাছে ৯ নয় লক্ষ থেকে ১০ লক্ষ টাকায়।

এলাকার কিছু হতদরিদ্র জেলে পরিবার জানায়, উক্ত জলমহল থেকে মাছ ধরে বিক্রি করে দিন উপার্জন করে সংসার চালাতাম, তা এখন আর মাছ ধরতে দেয় না, মসজিদের নাম ভাঙ্গিয়ে ঢাকের মাধ্যমে নিয়ে নেয়।

২০২০/২১ অর্থবছরের বাংলাদেশ সরকারের (বাপাউবো) পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৩ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে, ময়মনসিংহের এম রহমান নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান, অত্র আল হেলালিয়া খালের খনন কাজ করে।

উক্ত খাল খনন করায়, এই জলমহল থেকে সরকারের অধিক মুনাফা রাজস্ব আদায় হওয়ার কথা রয়েছে।

কিন্তু তা না? প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে, কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তিবর্গ দখলে নিয়ে নিজেরাই নিজেদের মতো করে ইজারা দিচ্ছে সরকারি জলমহল।

এ বিষয়ে ইজারাদার সিরাজুল ইসলামের সাথে কথা হলে, তিনি এ প্রতিনিধিকে মোবাইল ফোনে জানায়, গ্রামের লোকজনের কাছ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমি আল হেলালিয়া খালটি ইজারা নিয়েছি এক বছরের জন্য। এতে মদন উপজেলা প্রশাসন জানে কিনা, তা আমি জানিনা, তারা আমাকে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে এনে দিবে বলেছে।

এ বিষয়ে মদন ইউনিয়নের (নায়েব) তহশীলদার মান্নু রায়হান তিনি বলেন, আল হেলালিয়া সরকারি জলমহল ,কেবা কারা ইজারা দিয়েছে এই বছর, এ বিষয়ে আমি কিছুই জানিনা।

তারিখ-১৭/০৮/২০২৩ ইং

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় মামলা ।

মদনে রাজস্ব ফাঁকি ৩ লক্ষ টাকায় জলমহল ইজারা,জানে না উপজেলা প্রশাসন।

আপডেট টাইমঃ ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

আঙ্গুর রহমান ভুঁইয়া

মদন (নেএকোনা) প্রতিনিধিঃ

জলমহল নীতিমালা আইন লঙ্ঘন করে, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে, উপজেলা প্রশাসনকে না জানিয়ে, কিছু অসাধু ব্যাক্তি নিজেরাই দিচ্ছে সরকারি জলমহল অবৈধভাবে দখলে নিয়ে নিজেদের মত করে ইজারা।

নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের বারবুড়ি আল হেলালিয়া সরকারি একটি খাল ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

গত ১৬ আগস্ট সরেজমিনে গেলে , স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বারবুড়ি গ্রামের মুসলিম উদ্দিন মিয়ার ছেলে সিরাজুল ইসলাম, গ্রামের কয়েকজন লোকের কাছ থেকে ৩ লক্ষ টাকার বিনিময়ে এক বছরের জন্য সরকারি ৬.৮ কিলোমিটার জলমহল আল হেলালিয়া খালটি ইজারা নিয়েছে মাছ ধরার জন্য, জানায়নি মদন ভূমি অফিস ও উপজেলা প্রশাসনকে।

প্রতিবছর বারবুড়ি গ্রামের পিছনে সরকারি ৬.৮০০ কিলোমিটার আল হেলালিয়া খালটি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অল্প টাকায়, মসজিদের নাম করে ইজারা নেয়, উপজেলা প্রশাসনকে না জানিয়ে।
পরবর্তীতে তারা লোকজন বসিয়ে খোলা মাঠে ডাকের মাধ্যমে বিক্রি করে তারা মৎস্যজীবীদের কাছে ৯ নয় লক্ষ থেকে ১০ লক্ষ টাকায়।

এলাকার কিছু হতদরিদ্র জেলে পরিবার জানায়, উক্ত জলমহল থেকে মাছ ধরে বিক্রি করে দিন উপার্জন করে সংসার চালাতাম, তা এখন আর মাছ ধরতে দেয় না, মসজিদের নাম ভাঙ্গিয়ে ঢাকের মাধ্যমে নিয়ে নেয়।

২০২০/২১ অর্থবছরের বাংলাদেশ সরকারের (বাপাউবো) পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৩ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে, ময়মনসিংহের এম রহমান নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান, অত্র আল হেলালিয়া খালের খনন কাজ করে।

উক্ত খাল খনন করায়, এই জলমহল থেকে সরকারের অধিক মুনাফা রাজস্ব আদায় হওয়ার কথা রয়েছে।

কিন্তু তা না? প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে, কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তিবর্গ দখলে নিয়ে নিজেরাই নিজেদের মতো করে ইজারা দিচ্ছে সরকারি জলমহল।

এ বিষয়ে ইজারাদার সিরাজুল ইসলামের সাথে কথা হলে, তিনি এ প্রতিনিধিকে মোবাইল ফোনে জানায়, গ্রামের লোকজনের কাছ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমি আল হেলালিয়া খালটি ইজারা নিয়েছি এক বছরের জন্য। এতে মদন উপজেলা প্রশাসন জানে কিনা, তা আমি জানিনা, তারা আমাকে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে এনে দিবে বলেছে।

এ বিষয়ে মদন ইউনিয়নের (নায়েব) তহশীলদার মান্নু রায়হান তিনি বলেন, আল হেলালিয়া সরকারি জলমহল ,কেবা কারা ইজারা দিয়েছে এই বছর, এ বিষয়ে আমি কিছুই জানিনা।

তারিখ-১৭/০৮/২০২৩ ইং