
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে পৈতৃক জমি এবং চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে। এ নিয়ে স্থানীয় পরিবার মোঃ নাসির, মোঃ শানুয়ার ও মোঃ মনিরুল—পিতা মৃত আলহাজ্ব বিলায়েত—অভিযোগ করছেন, প্রতিবেশী মোঃ শফিকুল ও তার স্ত্রী নাসিমা বেগম তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, রাস্তার ওপর ইচ্ছাকৃতভাবে গরুর মল, জঙ্গল ও কাদা ফেলে তাদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এছাড়া, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও, প্রতিপক্ষ কোনো আপোসে রাজি হচ্ছেন না। বরং, ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও, বিবাদীপক্ষ অনমনীয় অবস্থানে থাকায় কোনও স্থায়ী সমাধান আসেনি বলে জানান অভিযোগকারীরা।
ভুক্তভোগী পরিবারটি ইতোমধ্যে ভোলাহাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে বিষয়টির সঠিক তদন্ত ও প্রতিকার চেয়েছেন। তারা বলেন, “আমরা ন্যায়বিচার চাই। বছরের পর বছর ধরে মিথ্যা মামলার জালে ফেলে আমাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে নিঃশেষ করে দেয়া হচ্ছে।”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।