
মদন প্রতিনিধি
শেখ আসাদুজ্জামান মাসুদ
প্রতীক হাতে পাওয়ার পর থেকে গ্রাম থেকে শহর— সর্বত্রই প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই বইছে ভোটের হাওয়া।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা- ৪ মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুরী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়ি পাল্লা প্রতীকে নিয়মিত প্রচারের ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার।
২৭ জানুয়ারি রোজ মঙ্গলবার নিজ আসনে সকাল থেকেই খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট ও বিভিন্ন গ্রামগঞ্জে হাটে বাজারে চলছে গণসংযোগ সহ পথসভা।নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ প্রচারণা ব্যস্ত হয়ে পড়েছেন জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার।
এ সময় দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতা কর্মীরা।
গণসংযোগের সময় অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, আগামী জাতীয় নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।ক্ষমতায় গেলে জোট দলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে চাই,এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবেন বলে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন তিনি।
গণসংযোগ ও পথসভা নির্বাচনী প্রচারণা কালে সঙ্গে ছিলেন, মাওলানা রুহুল আমিন সাহেব বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সূরা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মদন উপজেলা পরিষদ,প্রিতম সোহাগ এমসিবি নেতা, অধীর চন্দ্র দাস হিন্দু শাখার সেক্রেটারী খালিয়াজুরী উপজেলা,আসিফ ইকবাল চৌধুরী শাকিল যুব জামাত সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী খালিয়াজুরী উপজেলা শাখা। রাসেল আহমেদ সভাপতি ছাত্রশিবির খালিয়াজুরী উপজেলা শাখা। গাজীপুর ইউনিয়নের সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী,এবং উপস্থিত ছিলেন উপজেলা জোট দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আসনটিতে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ১১৭জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৮৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৭ জন, হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

অনলাইন ডেস্কঃ 


















