
বাগমারা উপজেলা প্রতিনিধি
বাগমারা উপজেলার মুগাইপাড়া বাজারে ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়াকে বিজয়ের লক্ষে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে জানুয়ারি মঙ্গলার বিকেল পাঁচ’টায় মুগাইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৯ নং ওয়ার্ড বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড কেন্দ্র পরিচালনা পর্ষদের আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ রহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের রসায়নবিদ মোঃ মিজানুর রহমান মিজান ও বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি গিয়াস মাহমুদ।এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির নেতা হাসান মাহমুদ, কেশরহাট ডিগ্রি কলেজের প্রভাষক শহিদ, দুলাল হোসেন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন কারিগর, সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম শহিদ, বাগমারা উপজেলা তারেক জিয়া তরুন প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক একরামুল হক,, মাস্টার শরিফুল ইসলাম, আঃ মান্নান, দুলাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক জিয়ার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ, বিএনপি নেতা মোঃ আঃ হাকিম, আবুল কালাম- মোঃ খুশবর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

অনলাইন ডেস্কঃ 


















