
হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি :
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ টিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকালীন পরিবেশ, গণমাধ্যমের ভূমিকা, সংবাদ সংগ্রহে চ্যালেঞ্জ এবং ভোটারদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিমের প্রতিনিধিরা নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের কাছ থেকে মাঠপর্যায়ের অভিজ্ঞতা শোনেন। সাংবাদিকরাও স্থানীয় বাস্তবতা, নির্বাচন সংক্রান্ত প্রতিবন্ধকতা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্কঃ 


















