
সাইফুল আলম দুলাল
নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ বলেছেন, দেশের মানুষের সেবা করার শপথ নিয়ে কাজে নেমেছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সকলকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বেলা ২ টায় কেন্দুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।।
এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, শিক্ষার মাধ্যমে একটি জাতিকে আমুল পরিবর্তন করতে পারেন।তাই তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহবান জানান। আমার বাবাও একজন শিক্ষক ছিলেন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, সান্দিকোনা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বজলুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুখলেছুর রহমান বাঙ্গালী প্রমুখ।
জেলা প্রশাসক মহোদয়কে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।
পরিশেষে সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রধান অতিথিকে মানপত্র প্রদান করেন।