ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিংড়ায় সেনাবাহিনীর মৎস্য সুরক্ষা অভিযান: ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার বিশম্ভরপুরে মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের ছোটভাই খুন নেত্রকোনা, আটপাড়ায় বিষ্ণুপুর গ্রামে দেবর ভাবিকে কুড়াল, দিয়ে মাথ্যায় আঘাত গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আটপাড়ায় উপর্যোপরি চুরিকাঘাতে এক বৃদ্ধ গুরুতর জখম পূর্বধলায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত দেশব্যাপী ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার বিরুদ্ধে গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলমাকান্দায় ২০ হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণে জুলাই শহীদ ও শোক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক মেরামত করেন স্কুল শিক্ষার্থীরা

 

 

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি) 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হাসানপুর লক্ষ্মীপুর পাকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন বোগলাউড়ী বাজারে অবস্থিত। বৃষ্টির কারণে একটি সড়কে কাদা হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে সমস্যা হয়।

 

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ১০ টার সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে রাস্তা সংস্কারে নামেন শিক্ষকেরা। এমন ঘটনায় প্রশংসায় ভাসছেন শিক্ষক-শিক্ষার্থীরা। অনেকে এমন কাজকে সাধুবাদ জানাচ্ছেন।

 

স্থানীয় বাসিন্দা ও কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিদ্যালয়ের শিক্ষার্থী ৩৪৭ জন। এর মধ্যে ১৪০ শিক্ষার্থী বোগলাউড়ি ফেরিঘাট পার হয়ে আসে। খরা মৌসুম হওয়ায় এখন হেঁটে স্কুলে আসছে শিক্ষার্থীরা। কিন্তু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় সড়কটি কর্দমাক্ত হয় এবং শিক্ষার্থীদের আসতে সমস্যা হচ্ছে। বিষয়টি বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সড়কটি সংস্কারে নামে

 

স্থানীয়দের দাবি, ওই ফেরিঘাট দিয়ে ২৫ থেকে ৩০টি গ্রামের ৩০-৩৫ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে সেখানে কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। অনেকবার মাপজোখ করলেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আশ্বাসেই চলে গেছে বহু বছর।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারী বলেন, বেশ কিছুদিন ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে আজ ১ ঘণ্টার ক্লাস বর্জন করে সেখানে ইটের সুরকি দিয়ে সংস্কার করা হয়েছে। এটি অস্থায়ী, এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় তেমন বিঘ্ন ঘটেনি।

 

অর্থের জোগান কোথা থেকে হয়েছে এমন প্রশ্নে শিক্ষক আব্দুল বারী জানান, ‘তেমন অর্থ লাগেনি। এলাকাবাসীর কাছ থেকে টাকা নিয়ে করা হয়েছে। আমরা কোনো চেয়ারম্যান কিংবা মেম্বাররকেও বলিনি। এটি ছোট একটি কাজ।’

 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক বলেন, বোগলাউড়ি ফেরিঘাটের ওপারে অর্ধেকের বেশি শিক্ষার্থী রয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত হওয়ায় শিক্ষার্থীরা যখন আসে, তখন পায়ে কাদা লেগে যায়। আবার অনেকে পা পিছলে পড়ে যায়। সে জন্য শিক্ষার্থীদের নিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে।

 

শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী বলেন, ‘আজকে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করেছে। আমি সেটা শুনেছি। এটাকে আমি সাধুবাদ জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মাপজোখের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

 

আজাহার আলী আরও বলেন, ‘ওই এলাকা বন্যাকবলিত। তাই ছোট কোনো প্রকল্প নিয়ে কাজ করলে, সেটা অপচয় হবে। সেখানে টেকসই প্রকল্প হাতে নিয়ে কাজ করতে হবে। আমরা সেটা নিয়ে কাজ করছি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সিংড়ায় সেনাবাহিনীর মৎস্য সুরক্ষা অভিযান: ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে সড়ক মেরামত করেন স্কুল শিক্ষার্থীরা

আপডেট টাইমঃ ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

 

 

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি) 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হাসানপুর লক্ষ্মীপুর পাকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন বোগলাউড়ী বাজারে অবস্থিত। বৃষ্টির কারণে একটি সড়কে কাদা হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে সমস্যা হয়।

 

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ১০ টার সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে রাস্তা সংস্কারে নামেন শিক্ষকেরা। এমন ঘটনায় প্রশংসায় ভাসছেন শিক্ষক-শিক্ষার্থীরা। অনেকে এমন কাজকে সাধুবাদ জানাচ্ছেন।

 

স্থানীয় বাসিন্দা ও কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিদ্যালয়ের শিক্ষার্থী ৩৪৭ জন। এর মধ্যে ১৪০ শিক্ষার্থী বোগলাউড়ি ফেরিঘাট পার হয়ে আসে। খরা মৌসুম হওয়ায় এখন হেঁটে স্কুলে আসছে শিক্ষার্থীরা। কিন্তু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় সড়কটি কর্দমাক্ত হয় এবং শিক্ষার্থীদের আসতে সমস্যা হচ্ছে। বিষয়টি বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সড়কটি সংস্কারে নামে

 

স্থানীয়দের দাবি, ওই ফেরিঘাট দিয়ে ২৫ থেকে ৩০টি গ্রামের ৩০-৩৫ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে সেখানে কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। অনেকবার মাপজোখ করলেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আশ্বাসেই চলে গেছে বহু বছর।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারী বলেন, বেশ কিছুদিন ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে আজ ১ ঘণ্টার ক্লাস বর্জন করে সেখানে ইটের সুরকি দিয়ে সংস্কার করা হয়েছে। এটি অস্থায়ী, এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় তেমন বিঘ্ন ঘটেনি।

 

অর্থের জোগান কোথা থেকে হয়েছে এমন প্রশ্নে শিক্ষক আব্দুল বারী জানান, ‘তেমন অর্থ লাগেনি। এলাকাবাসীর কাছ থেকে টাকা নিয়ে করা হয়েছে। আমরা কোনো চেয়ারম্যান কিংবা মেম্বাররকেও বলিনি। এটি ছোট একটি কাজ।’

 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক বলেন, বোগলাউড়ি ফেরিঘাটের ওপারে অর্ধেকের বেশি শিক্ষার্থী রয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত হওয়ায় শিক্ষার্থীরা যখন আসে, তখন পায়ে কাদা লেগে যায়। আবার অনেকে পা পিছলে পড়ে যায়। সে জন্য শিক্ষার্থীদের নিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে।

 

শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী বলেন, ‘আজকে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করেছে। আমি সেটা শুনেছি। এটাকে আমি সাধুবাদ জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মাপজোখের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

 

আজাহার আলী আরও বলেন, ‘ওই এলাকা বন্যাকবলিত। তাই ছোট কোনো প্রকল্প নিয়ে কাজ করলে, সেটা অপচয় হবে। সেখানে টেকসই প্রকল্প হাতে নিয়ে কাজ করতে হবে। আমরা সেটা নিয়ে কাজ করছি।