
লালপুর নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে সেনাবাহিনীর একটি অভিযানে একটি ফার্মেসি থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল গোপালপুর বাজারে অভিযান চালায়। অভিযানে মোঃ মঞ্জুরুল ইসলামের ছেলে মোঃ কামরুল ইসলামের মালিকানাধীন একটি ফার্মেসি থেকে ৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযুক্ত কামরুলকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার করা হবে।
সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা এলাকায় মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।