ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বজ্রপাতে একজনের মৃত্যু।  ভালুকায় বিয়ের ৬ দিনের মাথায় আত্নহত্যা সি এম এইচ-এ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরলেন গরম পানিতে ঝলসে যাওয়া নারী: জনমনে স্বস্তি ও কৃতজ্ঞতা দিরাইয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল  পূর্বধলায় ভাবীকে হত্যার ঘটনায় দেবরের মৃত্যুদন্ড  ১৫১ ফুলবাড়ীয়া আসনে দাঁড়িপাল্লার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে অপপ্রচার ও ভুয়া সংবাদের প্রতিবেদন করার প্রতিবাদে মানববন্ধন  মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত!

নেত্রকোনায় পরিত্যক্ত ভবন থেকে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক, নেত্রপ্রকাশ 

 

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে মো. ইদু মিয়া (২০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার আদর্শনগর এলাকার শিবির সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

নিহত ইদু মিয়া নেত্রকোনার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালি মিয়ার ছেলে। বর্তমানে তিনি তার নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করছিলেন।

 

 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় ইদুর মোবাইলে একটি ফোন আসে। ফোনে কেউ টাকার প্রসঙ্গ তুলে তাকে বাইরে যেতে বলে। এরপর তিনি ঘর থেকে বের হন এবং আর ফিরে আসেননি।

 

পরদিন সকালে স্থানীয়রা বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

 

 

ওসি আরও জানান, নিহতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

 

ইদুর মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নেত্রকোনায় পরিত্যক্ত ভবন থেকে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট টাইমঃ ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

নিউজ ডেস্ক, নেত্রপ্রকাশ 

 

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে মো. ইদু মিয়া (২০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার আদর্শনগর এলাকার শিবির সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

নিহত ইদু মিয়া নেত্রকোনার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালি মিয়ার ছেলে। বর্তমানে তিনি তার নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করছিলেন।

 

 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় ইদুর মোবাইলে একটি ফোন আসে। ফোনে কেউ টাকার প্রসঙ্গ তুলে তাকে বাইরে যেতে বলে। এরপর তিনি ঘর থেকে বের হন এবং আর ফিরে আসেননি।

 

পরদিন সকালে স্থানীয়রা বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

 

 

ওসি আরও জানান, নিহতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

 

ইদুর মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।