
ভালুকা উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বিয়ের ৬দিনের মাথায় ফাঁসিতে আত্নহত্যা করেছেন নাহিদা সুলতানা রূপা (১৮)এক নারী তিনি হোটেল বয় শাহ আলমের স্ত্রী । রূপা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার এক্তারপুর গ্রামের রওশন আলী ভূইয়ার মেয়ে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ভালুকা পৌরসভার ৭ওয়ার্ডের টিএন্ডটি রোডের রফিকুল ইসলামের বাসায়।
নিহতের স্বামী শাহ আলম সারাবেলা ফুড ফেইয়ারের মেসিয়ারের কাজ করেন। বুধবার সকালে শাহ আলম বাসা থেকে বের হয়ে যান। সারাদিন ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশিদের সন্দেহ হলে বাসার মালিককে রাতের বেলায় খবর জানায়। শাহ আলমকে মোবাইলে খবর পেয়ে অন্য ঘরের বেনটিলেটার দিয়ে দেখেন তার স্ত্রী নিজের উড়না দিয়ে ফাঁসিতে ঝুলছে। পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে নিহতের লাশ উদ্ধার করেন থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ শাহ আলম বাদী হয়ে থানায় একটি অমৃত্যু মামলা করেছেন।