
(বারহাট্টা প্রতিনিধি) –
প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (১৩ জুলাই) হবিগঞ্জে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিশু শিক্ষার্থীদের দুপুরের খাবার চালুর বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ইতোমধ্যে তাদের উপবৃত্তি দিয়ে একটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি শিক্ষার্থীদের দুপুরের খাবার দেওয়ারও প্রক্রিয়া শুরু হয়েছে।তিনি বলেন, ইতোমধ্যে ১৫০টি উপজেলাতে এই কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে সবগুলো উপজেলাতে এই কার্যক্রম চালু করা হবে বলে
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ভাটি এলাকায় যখন কাজ থাকে না, তখন অনেক অভিভাবক বাইরে চলে যান কাজের খোঁজে। তখন পরিবারের অন্য সদস্যদেরও নিয়ে যান। এতে শিশুদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থা রোধে আমরা কাজ করছি।