
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা:
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির ৯ নেতার অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
(রবিবার) ২০ জুলাই সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও স্বাক্ষরপ্রাপ্ত সদস্য আব্দুল হক স্বাক্ষরিত দলীয় প্যাডে এই অব্যাহতি প্রত্যাহার করা হয়। যাদের অব্যাহতি প্রত্যাহার হয়েছে, দিরাই পৌর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত জালাল মিয়া,উপজেলা বিএনপির তৎকালীন সহ সাংগঠনিক মোখলেসুর রহমান লাল মিয়া,উপজেলা বিএনপি’র তৎকালীন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রতন কুমার তালুকদার,করিমপুর ইউনিয়ন বিএনপির সেইসময়ের সাধারণ সম্পাদক পংকজ দাস,দিরাই উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দুর রহমান তালুকদার,মোঃ নাছির উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ মিয়া,ভাটিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এহিয়া আহমদ লিটন, চরনারচর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি তপু রায়হান। প্রসঙ্গ গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে এই ৯ জনকে অব্যাহতি দেওয়া হয়।