
নিজস্ব প্রতিবেদকঃ
“সত্যের পথে এগিয়ে চলা”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো দৈনিক নেত্রপ্রকাশ অনলাইন পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা।
শুক্রবার সকাল ১০টায় বড় বাজারের চিরকুট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি, গল্পকার ও প্রাবন্ধিক প্রফেসর ননী গোপাল সরকার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মোঃ হাবিবুর রহমান, প্রধান উপদেষ্টা, দৈনিক নেত্রপ্রকাশ।
প্রধান আলোচক ছিলেন মোঃ মাহমুদুল হাসান শামীম তালুকদার, প্রকাশক দৈনিক নেত্রপ্রকাশ ও সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সভাপতি ঐতিহ্য নেত্রকোনা,
এডভোকেট জহিরুল ইসলাম রানা, আইন উপদেষ্টা,
কবি সুমিত্র সুজন, উপদেষ্টা,
হাফিজুল্লাহ চৌধুরী আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নেত্রকোনা জেলা প্রেসক্লাব
এছাড়াও অনুষ্ঠানে দৈনিক নেত্রপ্রকাশ-এর সম্পাদকীয় ও প্রযুক্তি টিমসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মনির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক সুমন আহম্মেদ।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সকল প্রতিনিধিদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ প্রেসক্লাব।