
মদন উপজেলা প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোনার মদনে শিউলি আক্তার(৩০) ,তাহমিনা বেগম ( ৫২), ও কৃষক রিয়েল মিয়া (৩৫) ,কৃষক আমিনুল (২৩)
দুই নারীসহ ৪ জনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে নিজ বাড়ীর সামনে এ হামলার শিকার হন একই পরিবারের চারজন সদস্য।
পরে তাদেরকে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভর্তি করে তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এলাকাবাসীর সূত্র জানা যায়,
জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক রিয়েল মিয়াকে মারধর করে এসময়
স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী শিউলি আক্তার কেউ মারধর করে, তাহমিনা আক্তার তার ছেলেকে ঠেকাতে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে এবং শিলতাহানি করে।
এ ঘটনাটি ঘটিয়েছে প্রতিপক্ষ রাজন (৩২), এরশাদ ৩৮ রিপন ২৬, রুবেল (৪০), জুয়েল (৩৫), রিফাত (১৫)সহ আরও অনেকেই।
মামলার অভিযোগের বরাত দিয়ে জানা যায়, ২১ জানুয়ারী সকাল ৯ টার দিকে
উপজেলার খাগুরিয়া এলাকার বাসিন্দা রিয়েল মিয়া সরিষার ক্ষেত থেকে সরিষা চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে পেলায় সরিষা নিয়ে যেতে বাধা দেওয়ার কারণে কৃষক রিয়েলকে দেশীয় অস্ত্র রামদা দিয়ে মাথায় আঘাত করে রাজন মিয়া,
স্বামী রিয়েল মিয়াকে বাঁচাতে এগিয়ে আসলে স্ত্রী শিউলি আক্তার মেরে তার গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এরশাদ মিয়া নিয়ে যায় চলে যায়,
বৃদ্ধা মা, তাহমিন ছেলে রিয়েল মারধরে হাত থেকে বাঁচাতে আসলে তাকেও মারধর ও শিলতাহানি করে রাজন সহ তার লোকজন মিলে।
এ ঘটনায় (২১ জানুয়ারী) রোজ শনিবার রাতেই
ছয়জনকে আসামী করে মদন থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী আমিনুল হক(২৩) বাদী হয়ে।
এঘটনায় মদন থানা ভারপ্রাপ্ত ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফ