
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আগামীকাল সোমবার এ উপলক্ষে
শহরের
অম্বিকা ময়দানে বিকাল : ৫.০০ টা হতে ফরিদপুরের বিভিন্ন সংগঠন তাদের অনুষ্ঠান অনুষ্ঠান
পরিবেশনা করবে।সংগঠনগুলো হল
১.আবৃত্তি সংসদ ফরিদপুর
২.অরণি সাংস্কৃতিক সংসদ।
৩.উড়ানি নাট্য দল, ফরিদপুর।
৪.বহুরুপী সাংস্কৃতিক সংস্থা, ফরিদপুর।
৫.নৃত্যালয়, ফরিদপুর।
৬.হাঁসু মিয়ার পাঠশালা, ফরিদপুর।
৭.খেয়া সাংস্কৃতিক সংস্থা, ফরিদপুর।
৮.বাংলা থিয়েটার, ফরিদপুর।
৯.চাঁদের হাঁট, ফরিদপুর।
১০.নৃত্যাঙ্গন,
ফরিদপুর।
১১.আনন্দধারা নৃত্য একাডেমি, ফরিদপুর।
১২.নৃত্যমহল,
ফরিদপুর।
১৩.বৈশাখী নাট্য গোষ্ঠী,ফরিদপুর।
১৪.আদি ভাব লালন চর্চা কেন্দ্র,ফরিদপুর।