
নাছিম মৃধা,জেলা প্রতিনিধি, বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকাল ৫টায় সদর বাজারের সবুজ সংঘ ক্লাব চত্বরে এই সভার আয়োজন করা হয়। বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক সোয়েব হোসেন গাজীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিতলমারী থানার আফিসার ইনচার্জ এস.এম. শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ মেজবাউর রহমান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি চিতলমারী জোনাল অফিসের এজিএম আশিক মাহমুদ সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির যুগ্ম আহবায়ক শেখ নোয়াবালী, গাজী মাসুদ রানা, শেখ আসাদুজ্জামান, শাজাহান শোভা, মো: বকুল শেখ, অনিল কৃষ্ণ, সাহা বাদল মো: লিটন শেখ, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো: মনিরুল ইসলামসহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আলোচনা সভায় বাজারের সার্বিক নিরাপত্তা, সিন্ডিকেট প্রতিরোধ, সুরক্ষা ব্যবস্থা, উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্ন, সৌচাগার নির্মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।