
নাজমুল হুদা,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে রোববার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “ঘুড়ি ওড়ানো আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা ও স্বাধীনচেতা ভাবধারাকে ধারণ করে আমাদের এই প্রথম ঘুড়ি উৎসবের আয়োজন।”
ঘুড়ি উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উপাচার্য জানান, পহেলা বৈশাখে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হবে, যেখানে গ্রামবাংলার কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের উদ্যোগে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে চলছে নানা প্রস্তুতি।