
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কতৃক মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।কোমলমতি শিশুদের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা অর্জনের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করেন কতৃপক্ষ। ১৮ই’মে রোববার মধ্যনগর উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন।