ঢাকা , রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়াকৈরে রেড ক্রিসেন্ট টিমকে ইউএনও’র উপহার জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নেত্রকোনা- ৪ আসন। মদন, মোহনগঞ্জ ,ও খালিয়াজুরীর মনোনীত প্রার্থী হলেন মুফতি আনোয়ার হোসেন।  টেকনাফে নির্মিত হচ্ছে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র: নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার পাশাপাশি গড়ে উঠবে শিল্প কারখানা গফরগাঁও জেএম কামিল মাদ্রাসায় উপস্থিত না থেকেও বেতন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আতাউর রহমানের নামে।  কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ সাংস্কৃতিক প্রতিযোগিতা/২৫ অনুষ্ঠান করেছে পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী। সেন্টমাটিন দ্বীপের সীমান্ত নাইক্ষ্যংদিয়া জলসীমা থেকে ১২ জন জেলে গেপ্তার করে নিয়ে যায় মায়ানমার আরকান আর্মি জরুরি সভা: দৈনিক নেত্রপ্রকাশ-এর ভবিষ্যৎ নির্ধারণ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা-৩ মনোনীত প্রার্থীর কেন্দুয়া আলেম উলামাদের সাথে সৌজন্য সাক্ষাত  ——- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিলের রায় ৪ সেপ্টেম্বর

জনগণের পক্ষে সাংবাদিকতা, জবাবদিহিতে নড়েচড়ে বসলো প্রশাসন!

বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি

 

সরকারি গাড়িতে গরু তোলা, প্রকল্পের অনিয়ম ও ‘খাম’ বিতরণের অভিযোগ—সবচাপা পড়তে চলেছিল প্রভাবশালী ক্ষমতার চাদরে। কিন্তু সাংবাদিকদের চোখ এড়ায়নি কিছুই। একের পর এক অনুসন্ধানী প্রতিবেদনের ঝড় তোলেন স্থানীয় সাংবাদিকরা। আর সেই চাপেই অবশেষে সরিয়ে দেওয়া হলো নাটোরের বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভাকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে ২০২৫ সালের ২৪ জুন প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, তাকে বদলি করে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বদলিকৃত কর্মস্থলে আগামী ৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে তাকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, উক্ত তারিখের পরপরই তাকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য করা হবে।প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন:

আবুল হায়াত মোঃ রফিক,যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই ঘটনা আবারও প্রমাণ করলো, সত্য যখন কলমের ডগায় উঠে আসে, তখন প্রশাসনের ইট-কাঠও নড়ে ওঠে। গরুর গাড়ি ও খাম-দুর্নীতির মতো স্পর্শকাতর ইস্যুগুলো সামনে এনে সাহসের সঙ্গে প্রতিবেদন করেন সাংবাদিকরা, যা শুধু প্রশাসনের নয়, পুরো জাতির দৃষ্টি কেড়ে নেয়।

সাধারণ মানুষের প্রশ্ন—”কেবল বদলি হলেই কি সব শেষ? গরু তোলার গাড়ি, খামের নেপথ্য কাহিনী, প্রকল্পের টাকা—এসবের পূর্ণ তদন্ত ও জবাবদিহি কবে হবে?”

বদলি কোনো শেষ নয়, বরং এক নতুন সূচনা—জবাবদিহির, সততার, আর গণমাধ্যমের সাহসিকতার।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে রেড ক্রিসেন্ট টিমকে ইউএনও’র উপহার

জনগণের পক্ষে সাংবাদিকতা, জবাবদিহিতে নড়েচড়ে বসলো প্রশাসন!

আপডেট টাইমঃ ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি

 

সরকারি গাড়িতে গরু তোলা, প্রকল্পের অনিয়ম ও ‘খাম’ বিতরণের অভিযোগ—সবচাপা পড়তে চলেছিল প্রভাবশালী ক্ষমতার চাদরে। কিন্তু সাংবাদিকদের চোখ এড়ায়নি কিছুই। একের পর এক অনুসন্ধানী প্রতিবেদনের ঝড় তোলেন স্থানীয় সাংবাদিকরা। আর সেই চাপেই অবশেষে সরিয়ে দেওয়া হলো নাটোরের বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভাকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে ২০২৫ সালের ২৪ জুন প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, তাকে বদলি করে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বদলিকৃত কর্মস্থলে আগামী ৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে তাকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, উক্ত তারিখের পরপরই তাকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য করা হবে।প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন:

আবুল হায়াত মোঃ রফিক,যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই ঘটনা আবারও প্রমাণ করলো, সত্য যখন কলমের ডগায় উঠে আসে, তখন প্রশাসনের ইট-কাঠও নড়ে ওঠে। গরুর গাড়ি ও খাম-দুর্নীতির মতো স্পর্শকাতর ইস্যুগুলো সামনে এনে সাহসের সঙ্গে প্রতিবেদন করেন সাংবাদিকরা, যা শুধু প্রশাসনের নয়, পুরো জাতির দৃষ্টি কেড়ে নেয়।

সাধারণ মানুষের প্রশ্ন—”কেবল বদলি হলেই কি সব শেষ? গরু তোলার গাড়ি, খামের নেপথ্য কাহিনী, প্রকল্পের টাকা—এসবের পূর্ণ তদন্ত ও জবাবদিহি কবে হবে?”

বদলি কোনো শেষ নয়, বরং এক নতুন সূচনা—জবাবদিহির, সততার, আর গণমাধ্যমের সাহসিকতার।