
মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিম মোস্তফা, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার আহমেদ দর্পণ, স্বেচ্ছাসেবী মো. উজ্জ্বল মিয়া এবং সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্কঃ 



















