
এম. এস. আই শরীফ, বিশেষ প্রতিনিধি
চলতি শীত মওসুমে শৈত্য প্রবাহের হাড় কাঁপানো অসহনীয় ঠান্ডায় প্রশাসনের সাথে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রেসক্লাবের সাংবাদিকরাও অসহায়-দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ছেন। তাঁরা উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ নারী-পুরুষের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের নিকট দাখিল করেন।
সহায়-সম্বলহীন মানুষের তালিকা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সন্তোষ প্রকাশ করেন এবং তালিকা অনুযায়ী কম্বল বরাদ্দ প্রদান করেন।
উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত কম্বল ১৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি)মোঃ শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ আলী ও উপজেলা সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন। ভোলাহাট প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কায়সার আহমেদ, সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাংবাদিক আমিনুল ইসলাম ও মইনুল ইসলাম।
উপস্থিত ৫০ জন দুস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয় এবং রোগগ্রস্থ, শয্যাশায়ী ও প্রতিবন্ধী মানুষের বাড়িতে কম্বল পৌঁছিয়ে দেয়া হয়। এ কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে এলাকার ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি ও বেসরকারী সংস্থা এনজিওদের শীতার্থদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়।
১৪.০১.২০২৬ ইং

অনলাইন ডেস্কঃ 


















