
কামরুল হাসান
বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা ২ নং চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারে আওয়ামী লীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ ছাএলীগের আয়োজনে রবিবার দুপুরে দলীয় কার্যালয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও হরতালের প্রতিবাদে প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে লেপসিয়া বাজারের দলীয় কার্যালয়ে হরতাল বিরোধী একটি মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।
২ নং চাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসিম কুমার কবিরজ্ঞনের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নরুল হুদা চৌধুরী জুয়েল, ও কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর তোফায়েল, ও সদস্য শাহীন, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাসুদ রানা, সহ সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, সাংগঠনিক সম্পাদক অনুপম সরকার, মহিলা বিষয়ক সম্পাদক কাজল রেখা, সদস্য এমরাণ মিয়া, ছাএলীগের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল আজিম শ্রাবন ও লেপসিয়া বাজারের বণিক সমিতির সভাপতি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক সিপার রায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।