
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কুতুবপুর ইউনিয়নে চাঁদপুর, হিতেমপাড়া শিবপুর,নির্বাচনী গণসংযোগ করেন শনিবার ১২ জুলাই-২০২৫ বিকেল ৫ টার দিকে কুতুবপুর ইউনিয়নে চাঁদপুর, হিতেমপাড়া ও শিবপুর, প্রধান প্রধান সড়কের দোকানপাট গুলোতে নির্বাচনী গনসংযোগ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আমীর ও মেহেরপুর-১ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ তাজউদ্দিন খাঁন, নির্বাচনী জনসংযোগে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মেহেরপুর সদর উপজেলা সেক্রেটারী ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম,
কুতুবপুর ইউনিয়ন আমীর ইমদাদুল হক, ইউনিয়ন সেক্রেটারি পারভেজ হোসেন,সহ কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।