
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার একটিভ মডেল একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২জুলাই) প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাসুদ রানা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মোঃ আনোয়ারুল হক, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবির, আইসিটি শিক্ষক মোঃ সারোয়ার হোসেন। এসময় শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মা ও বাবারা বিভিন্ন দিক তুলে ধরেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ২০জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাসুদ রানা বলেন, সর্বোচ্চ শক্তি দিয়ে বাচ্চাদের ভালো মানের শিক্ষা দিয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ভাবে মনযোগ দেয়ার আহ্বান জানানো হয়।