ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বালিয়াকান্দির আলোচিত ইয়াবা ব্যাবসায়ী ইসহাক ৪৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার গফরগাঁওয়ে ২২ ঘন্টা পর, ২ শিশু সিফাত মৃত দেহ পুকুর থেকে উদ্ধার। আইমান সাদাব নিখোঁজ।  সৌদি আরবে জুন মাসে অপরিশোধিত তেলের সরবরাহ ৯.৩৫ মিলিয়ন ব্যারেল পৌঁছানোর পর সৌদি আরব OPEC+ সম্মতি পুনর্ব্যক্ত করেছে নেত্রকোণায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় মামলা । ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড সন্ত্রাসীরা উল্লাস করে, ইন্টেরিম কী করে’—স্লোগানে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয় সৌদি আরব জেনেভা বিশ্ব সম্মেলনে, সৌদি আরব ডিজিটাল নেতৃত্বের ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি তুলে ধরেছে। ভোলাহাটে পৈতৃক জমি ও রাস্তাঘাট নিয়ে দীর্ঘদিনের বিরোধ: মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ স্থানীয় পরিবারের  গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ মিটার রিডার মুক্তার গ্রেপ্তার সৌদি আরবে পবিত্র কাবা পরিষ্কার এবং ধোয়ার নেতৃত্ব দিলেন মক্কার উপ-আমির।

নেত্রকোণায় আবুল হাসেমের ছোট মেয়ের আত্মহত্যা এবং এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি।

মহিউদ্দিন তালুকদার

নেত্রকোণায় বাংলা ইউনিয়ন এর রায়দুম রুহি গ্রামের আবুল হাসেমের ছোট মেয়ের আত্মহত্যা এবং এলাকায় চাঞ্চল্যকর অবস্থা, ঘটনা সূত্রে জানা যায় যে মৃতঃ খাদিজা আক্তার, বয়স ৩০, বাউল, সবুজের শালিকা, মানসিক ভারসম্যহীন জীবন যাপন করতেছিল, ঘটনাটি ঘটে ২৯শে নভেম্বর আনুমানিক বিকাল ৩.৩০ ঘটিকায়, রায়দুম রুহি গ্রামের তার নিজ বাড়িতে। রশিতে ঝুলে আত্মহত্যা করে খাদিজা আক্তার। এলাকাবাসি সূত্রে জানা যায়, খাদিজার একবার বিবাহ হয়েছিল, দীর্ঘদিন গার্মেন্টস এ চাকুরীও করেন তিনি, হঠাৎ করে তার মানসিক সমস্যার কারণে বেশি দিন সংসারে থাকতে পারেনি। এলাকাবাসী মৃতঃ খাদিজার অপমৃত্যুতে শোক প্রকাশ করেন। মৃতঃ খাদিজাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারগন মৃত ঘোষনা করেন। এ বিষয়ে এলাকার মেম্বার বলেন খাদিজা মানসিক ভারসম্য হীন ছিল, হঠাৎ করেই খালি বাসায় সে আত্মহত্যা করে।
হাসপাতালে আসা মৃত খাদিজার ভায়ের বউ রোজিনা বলেন, প্রেসারে স্ট্রোক করে মারা গেছে খাদিজা। গোপন সূত্রে জানা যায় যে, মৃত খাদিজা আক্তার গর্ভবতি ছিলেন এবং এ বাড়িতে নানান ধরনের আপক্তিকর অসামাজিক কার্যকলাপ ঘটে,বলে জানা যায় । পুলিশ হাসপাতালে তদন্ত করেন, মহিলা পুলিশ এসে মৃতঃ লাশ এর সুরত হাল দেখেন। পরে দায়িত্ব প্রাপ্ত এস আই ফরিদ তদন্তের জন্য ঐ এলাকায় যান এবং পোস্ট মটেম এর পরেই সত্য ঘটনা বলে মত প্রকাশ করেন। নেত্রকোণা সদর হাসপাতালের মেডিকেল অফিসার rmoকে মুঠোফোনে ফোন দিলে তিনি জানান যে, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ লুত ফুল হক বলেন ময়না তদন্তের পর পরই জানা যাবে মৃত্যু কিভাবে হয়েছে ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বালিয়াকান্দির আলোচিত ইয়াবা ব্যাবসায়ী ইসহাক ৪৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার

নেত্রকোণায় আবুল হাসেমের ছোট মেয়ের আত্মহত্যা এবং এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি।

আপডেট টাইমঃ ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

মহিউদ্দিন তালুকদার

নেত্রকোণায় বাংলা ইউনিয়ন এর রায়দুম রুহি গ্রামের আবুল হাসেমের ছোট মেয়ের আত্মহত্যা এবং এলাকায় চাঞ্চল্যকর অবস্থা, ঘটনা সূত্রে জানা যায় যে মৃতঃ খাদিজা আক্তার, বয়স ৩০, বাউল, সবুজের শালিকা, মানসিক ভারসম্যহীন জীবন যাপন করতেছিল, ঘটনাটি ঘটে ২৯শে নভেম্বর আনুমানিক বিকাল ৩.৩০ ঘটিকায়, রায়দুম রুহি গ্রামের তার নিজ বাড়িতে। রশিতে ঝুলে আত্মহত্যা করে খাদিজা আক্তার। এলাকাবাসি সূত্রে জানা যায়, খাদিজার একবার বিবাহ হয়েছিল, দীর্ঘদিন গার্মেন্টস এ চাকুরীও করেন তিনি, হঠাৎ করে তার মানসিক সমস্যার কারণে বেশি দিন সংসারে থাকতে পারেনি। এলাকাবাসী মৃতঃ খাদিজার অপমৃত্যুতে শোক প্রকাশ করেন। মৃতঃ খাদিজাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারগন মৃত ঘোষনা করেন। এ বিষয়ে এলাকার মেম্বার বলেন খাদিজা মানসিক ভারসম্য হীন ছিল, হঠাৎ করেই খালি বাসায় সে আত্মহত্যা করে।
হাসপাতালে আসা মৃত খাদিজার ভায়ের বউ রোজিনা বলেন, প্রেসারে স্ট্রোক করে মারা গেছে খাদিজা। গোপন সূত্রে জানা যায় যে, মৃত খাদিজা আক্তার গর্ভবতি ছিলেন এবং এ বাড়িতে নানান ধরনের আপক্তিকর অসামাজিক কার্যকলাপ ঘটে,বলে জানা যায় । পুলিশ হাসপাতালে তদন্ত করেন, মহিলা পুলিশ এসে মৃতঃ লাশ এর সুরত হাল দেখেন। পরে দায়িত্ব প্রাপ্ত এস আই ফরিদ তদন্তের জন্য ঐ এলাকায় যান এবং পোস্ট মটেম এর পরেই সত্য ঘটনা বলে মত প্রকাশ করেন। নেত্রকোণা সদর হাসপাতালের মেডিকেল অফিসার rmoকে মুঠোফোনে ফোন দিলে তিনি জানান যে, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ লুত ফুল হক বলেন ময়না তদন্তের পর পরই জানা যাবে মৃত্যু কিভাবে হয়েছে ।