
(নেত্রপ্রকাশ প্রতিবেদন)
আমাদের বাংলাদেশ আজ যেন এক বেদনাহত জননী।ধর্ষণের করাল থাবায় আজ রক্তাক্ত এ দেশের ইজ্জত—মা-বোনের মর্যাদা ধূলিসাৎ।
এ এক নীরব যুদ্ধ—যেখানে ন্যায়ের বদলে অন্যায়কে পাহারা দেওয়া হয়, আর মানবতা লজ্জিত হয়ে মুখ লুকায়।
এক সময় মানুষ আশাবাদী ছিল—দেশের দায়িত্ব যাঁরাই নিবন, তাঁরা নিরাপত্তা দেবেন।
কিন্তু আজ?
কেন এত নৈঃশব্দ্য? কেন চোখের সামনে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে আমরা মুখ খুলতে ভয় পাই?
👉 সময় এসেছে—ভয় দূর করে সত্যের পক্ষে দাঁড়াবার।
👉 সময় এসেছে—ধর্ষণকে জিরো টলারেন্সে নেওয়ার।
👉 সময় এসেছে—সম্মানের প্রশ্নে আপসহীন হওয়ার।
🔴 এই লড়াই কোনো দলের নয়।
🔴 এই লড়াই কোনো মতবাদের নয়।
🔴 এই লড়াই—আমার, আপনার, আমাদের ১৮ কোটি মানুষের বিবেকের লড়াই।
🙏 হে বাংলাদেশ, আর নয় সহ্য।
🙏হে মানুষ, এবার জেগে ওঠো।
জেগে ওঠো মা-বোনের ইজ্জত রক্ষার তাগিদে, দেশের ভবিষ্যৎ বাঁচাবার আশায়।
🇧🇩আসুন, আমরা প্রত্যেকে একজন করে প্রহরী হই—ন্যায়ের, সততার, সম্মানের। বাংলাদেশকে কলঙ্কমুক্ত করি। মা-বোনের ইজ্জত রক্ষা করি।