
ব্যুরো চীফ, ময়মনসিংহ
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের কাঞ্চনপুর, ভাওয়ালপাড়ে ৪০০ কোটি টাকার প্রকল্প ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয় শুক্রবার সকালে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এ কে এম ফজলুল হক সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়, সভাপতিত্ব করেন ড. মো. শাহজাহান কবীর মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আশরাফ উদ্দিন পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান (ভিপি লিটন) যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্রসহ স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষক -শ্রমিক, জনতা উপস্থিত ছিলেন।