
আটপাড়া -নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় ৭ই এপ্রিল সোমবার দুপুর ২ঘটিকায় ইমাম উলামা পরিষদ,তৌহিদী জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভার পর উপজেলার খেলার মাঠ হতে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে খেলার মাঠে এসে শেষ হয়।
এতে সর্বস্তরের তৌহিদী জনতা,ইমাম ও উলামা পরিষদের নেতাকর্মীবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দল,ইসলামি দল,ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া, জামায়াত ইসলামের আমীর মাওলানা হোসাইন আহমদ একদিল,নায়েবে আমীর মোহাম্মদ ইউসুফ, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা হামিদুর রহমান প্রমূখ। সভায় ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও তাদের উৎপাদিত পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।