
(বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি)
নেত্রকোনার বারহাট্টায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনৈতিক মোস্তাফিজুর রহমান রেজভীর চেহলাম অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার ৩১ আগস্ট দুপুরে বারহাট্টা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে উপজেলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলায়মান হোসেন রুবেলের সঞ্চালনায় প্রথমেই
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।পরবর্তীতে মোস্তাফিজুর রহমান রেজভীর রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজনরা স্মৃতিচারণ করেন।চেহালামের শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন স্বরেশ্বরী দরবার শরিফের পীরজাদা কামাল আহমদ নূরী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি নিটল টাটা গ্রুফের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মাতলুব আহমদ, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাবেক সভাপতি ও নেত্রকোনা -২ আসনের সাবেক এমবি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান,নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেড় তালুকদার, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা উপজেলা বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার সহ উপজেলার সর্বস্তরের মানুষ।